রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পুনর্বাসন করবে সরকার: উপদেষ্টা ফারুক-ই-আজম

মো. এরশাদ আলী, হাটহাজারী: হাটহাজারীতে ভয়াবহ বন্যায় হালদার বাঁধ ভেঙে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করার আশ্বাস দিয়ে বলেন অন্তর্বতীকালীন এ সরকার জনগণের জন্য কাজ করছে।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন সম্প্রতি বন্যায় ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শনে এসে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক এসব কথা বলেন।

বাঁধ পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত কয়েকটি ঘরে গিয়ে তাদের সাথে কথা বলেন। তাদের মুখে সেদিনের ঘটনার বর্ণনা শুনে তাদের সান্ত্বনা প্রদান করেন।

ক্ষতিগ্রস্তদের কোনো চিন্তা করতে নিষেধ করে বলেন, সরকার আপনাদের পাশে আছে। এর আগে ক্ষতিগ্রস্থদের মাঝে তিনি ত্রাণ বিতরন করেন।

এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, প্রকৌশলী জয়শ্রী দে, পিআইও নিয়াজ মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি মাসে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ফটিকছড়িসহ ভয়াবহ বন্যা চলাকালীন ২২ আগস্ট সন্ধ্যা সোয়া সাতটার দিকে হালদা নদীর পানির তীব্রতায় ফরহাদাবাদ ইউনিয়নস্থ নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশ ছালামত দফাদারের বাড়ি সংলগ্ন হালদার প্রতিরক্ষাকারী বাঁধটি ভেঙে যায়। হু হু করে লোকালয়ে নদীর পানি ঢুকে দু’তিন ঘন্টার মধ্যেই ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নের কয়েক হাজার ঘরবাড়িসহ সবকিছু তলিয়ে যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ