মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা

যায়যায়কাল প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন রোববার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।

এজাহারে বলা হয়, তিনি নিজ নামে ২ কোটি ৮৯ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এসব তার ভোগদখলে রয়েছে। অর্থের উৎস আড়াল করতে নিজ নামে ৩টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৪৮ লাখ টাকা জমা এবং ৫ কোটি টাকা উত্তোলনসহ মোট ১২ কোটি ৪৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

ব্যাংকে রাখা এই টাকা স্থানান্তর, হস্তান্তর বা রূপান্তর করে দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদকের অনুসন্ধান থেকে জানা যায়, ড. শফিক আহম্মেদ সিদ্দিক ও শেখ রেহানা সিদ্দিকের ছেলে আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। আয়কর নথি ও প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় তার নামে কোনো ব্যবসা-বাণিজ্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

এজাহারে বলা হয়, ববির নামে ২ কোটি ১৩ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। ওই সম্পদের মধ্যে তার চাচা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে রাজধানীর নিকেতনে ভবনের ২য় ও ৩য় তলা (একটি কার পার্কিংসহ) হেবা মূলে মালিক হয়েছেন। এর মূল্য দেখান হয়েছে ১ কোটি ৭৩ লাখ টাকা।

ববির নামে ২ কোটি ৪৯ লাখ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অর্থাৎ অনুসন্ধানকালে আসামির নামে ৩৯ লাখ ৮৩ হাজার টাকার স্থাবর এবং ২ কোটি ৪৯ লাখ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্যসহ সর্বমোট ২ কোটি ৮৯ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ