বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বরমী খেয়াঘাটে কেনাবেচা হয় ১০ লাখ টাকার সবজি

Oplus_131072
রুহুল আমিন:  গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়  বরমী বাজার খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীর পাড়ে প্রতি বুধবার সকালে সবজি কেনাবেচার হাট বসে। শীতকালে এ হাটে প্রতি বুধবারে প্রায় ১০ লাক্ষ টাকার সবজি বেচাকেনা হয়।
হাটের দিন ভোর ৫টা থেকে কাপাসিয়া, আমরাইদ, হোসেনপুর, গফরগাঁও, পাগলা, টোক, টাঙ্গাবোসহ বিভিন্ন এলাকা থেকে সবজি আসা শুরু হয়। সকাল ৮টা থেকে পাইকারি বেচাকেনা শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত। বাজারের সকল প্রকার সবজি বিষমুক্ত বলে দাবি সংশ্লিষ্টদের।
সবজি বেচাকেনার সঙ্গে জড়িত কৃষক, আড়তদার, স্থানীয় বাসিন্দা, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতলক্ষ্যা নদী দিয়ে বরমী খেয়াঘাটে প্রতি হাটে শীতকালীন সবজি আসে। বিক্রেতারা এসব সবজি বেশির ভাগ নদী পথে টলার দিয়ে নিয়ে আসে। আশপাশের হাটগুলোর খুচরা ব্যবসায়ীরা পাইকারি দামে এসব কিনে নিয়ে যায়।এ হাটে সবজি বেচাকেনার সঙ্গে প্রায় ২০০ শ্রমিক নিয়োজিত।
বরমী বাজারের কাঁচা মাল ব্যবসায়ী আলম মিয়া জানান- আমি ছোট বেলা থেকেই এ হাটে সবজি বেচা কেনার সাথে জড়িত। শীতকালে শীতকালীন আলু, টমেটো, বাঁধাকপি, শিম সহ নানা প্রকার সবজি আসে বিভিন্ন এলাকা থেকে আমাদের এ হাটে।
কৃষক জাহিদ মিয়া জানান- আমি প্রতি হাটে এক এক সময় এক এক প্রকার সবজি বিক্রি করতে আসি। সবজি বিক্রি করে বাড়ির জন্য বাজার করে নিয়ে যায় এ হাট থেকে। এ হাটের সবজি গুলো ফরমালিন মুক্ত।
স্হানীয়রা আর ও জানান- বরমী হাটের ইতিহাস অনেক প্রচীন। এটি গাজীপুর জেলার ঐতিহ্যবাহী হাট। মোগল আমল থেকে এ হাটের যাত্রা শুরু । সকালে এ হাটে হাঁস, মুরগী বিক্রি হয় । বিকেলে গরু, ছাগল, মহিষ, কবুতর সহ অনেক প্রজাতির পাখি বিক্রি হয়। বিভিন্ন প্রকার গ্রামীণ খাবার ও পাওয়া যায় এ হাটে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ