মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বরিশাল জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ জাহাঙ্গীর হোসেন বরিশালে জেলা প্রশাসক হিসাবে যোগদানের পর থেকেই গৃহীত নানা উদ্যোগ বেশ প্রশংসা কুড়াচ্ছে।
তিনি নিজে সেবাগ্রহীতাদের পাশে গিয়ে সেবা প্রদানে ইতিবাচকতা সৃষ্টি করছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুঃস্থ ও অসহায় মানুষ অপেক্ষায় ছিল আর্থিক সহায়তার জন্য। প্রধান অতিথি হিসাবে যথাসময়ে উপস্থিত হয়েই জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেই আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। তিনি জানান, আলোচনা দীর্ঘ করে উপস্থিত সেবাগ্রহীতাদের কষ্ট বাড়াতে চান না। চেক বিতরণ কালে ব্যতিক্রমী ভূমিকা হিসাবে জেলা প্রশাসক নিজের আসন ছেড়ে প্রতিবন্ধী ও বৃদ্ধদের চেয়ারের পাশে গিয়ে নিজে আর্থিক সহায়তার চেক প্রদান করেন। তিনি বলেন, আজ বৃদ্ধ ও প্রতিবন্ধীদের আসনে গিয়ে সহায়তা পৌঁছে দিচ্ছি। কোনো সেবাগ্রহীতা যদি শয্যাশায়ী হয় তবে জেলা প্রশাসনের টিম ঐ সেবাগ্রহীতাকে সরকারি সহায়তা পৌঁছে দিয়ে আসবে।

জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান সুধীমহল।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মঞ্জুরীকৃত অনুদানের ৪২৯ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৪ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয় আজকের অনুষ্ঠানে।

উক্ত অনুষ্ঠানে উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে।

এর আগেও জেলা প্রশাসকের ইতিবাচক উদ্যোগ নজরে আসে। গত মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে ফুল ও মিষ্টি নিয়ে গিয়ে শুভেচ্ছা জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ