সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সমাপ্তী খান, মাভাবিপ্রবি: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) রক্তদাতা সংগঠন ‘বাঁধন’ এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে।

রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন, আলোচনা সভা ও বৃক্ষরোপণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করীম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়, অধ্যাপক ড. মো. আজিজুল হক, অধ্যাপক ড. মো. আবু জুবাইর, অধ্যাপক ড. মো. আশরাফ আলী, সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাঁধন শুধুমাত্র একটি রক্তদাতা সংগঠন নয়, এটি মানবতার প্রতীক। রক্তের বিনিময়ে জীবন বাঁচানোর এই প্রয়াস সমাজে এক অনন্য দৃষ্টান্ত। এটি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। রক্তদানের মত মহৎ কাজ খুঁজে পাওয়া দ্বায়।

‘বাঁধন’ মাভাবিপ্রবি ইউনিটের সভাপতি মো. সুজায়েত হোসেন, বাঁধন নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানবতার সেবায়। বাঁধন শুধু রক্তদানই নয়, বরং সচেতনতা সৃষ্টি, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন সহায়তাও ভূমিকা পালন করে আসছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ এবং বাঁধনের সাবেক ও বর্তমান সদস্যরা।

বাঁধন ১৯৯৭ সালের ২৪শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়ে এখন দেশের সর্ববৃহৎ স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনে পরিণত হয়েছে। মাভাবিপ্রবি ইউনিট প্রতিষ্ঠার পর থেকে নিয়মিতভাবে রক্তদান কার্যক্রম, সচেতনতামূলক প্রচার এবং মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ