চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, বর্তমান বৈশ্বিক নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় ও অবিচল। তিনি অভয় দিয়ে দেশের জনগণকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছেন ততদিন উদ্বেগ আর উৎকণ্ঠার কোনো কারণ নেই।তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়েই চলছে। এর ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সোমবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের সর্দার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সোলেমান মজুমদার, ফজল আহমেদ দৌলতী, কচুয়াই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান মল্ল, পটিয়া অটো-টেম্পু সিএনজি সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, বাবু উজ্জ্বল ঘোষ, তৌহিদুল আলম জুয়েল, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা ছোটন আচার্য, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, সাকিব হোসেন প্রমুখ।
গত শনিবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে কচুয়াই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের সর্দার পাড়ার ১৪টি পরিবারের বসতঘর আগুন পুড়ে যায়।