
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। তার রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা ও মানবিক মূল্যবোধ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশেই নন, বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিতি লাভ করেছেন বলে জানিয়েছেন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, প্রধানমন্ত্রীর সাহসিকতা, বলিষ্ঠ পদক্ষেপ এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলেই নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু আজ জাতির গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।
তিনি বলেন, পদ্মা সেতুর সফল বাস্তবায়নের পথ ধরে কর্ণফুলী টানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বৃহৎ প্রকল্পের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান তিনি।
আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে বক্তব্য রেখে সবার কাছে বঙ্গবন্ধুকন্যার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া প্রার্থনা করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ।
ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দীর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, হাসান মুজিবুর, আবু ছালেক বুলবুল মুন্সি, মুফতি মাসুম বিল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।