
শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি : আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া খন্দকার ফুড গ্যালারি মাঠে বিএনপির রোডমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা আমেরিকা থেকে উড়ে এসেছেন খালি হাতে, বহু চেষ্টা করেছেন ভিসা নীতি বাতিল করে নিজেদের রক্ষা করতে। তারা বিদেশিদের বোঝাতে বহু চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বিদেশিরা তাদের কথা শোনে নাই। সাড়া দেয়নি।’
শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট চুরি নির্বাচন মেনে নেবে না। এ দেশের মানুষ আগের মতো ভোট চুরি নির্বাচন করতে দেবে না। এবার নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে। তাদের বিনা ভোটে ক্ষমতা যেতে দেওয়া হবে না। শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না। আজ সব গণতান্ত্রিক শক্তি এক জোট হয়েছে। কথা পরিষ্কার, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আজকে তারা ভয় দেখায়। ভয়ে কোনো কাজ হবে না। একটি ফ্যাসিবাদী লুটেরা সরকার অত্যাচার নির্যাতন করে আমাদের বুকের ওপর চেপে বসে আছে। এ সরকার দেশের জনপ্রিয় নেতা আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা ও সাজা দিয়ে আটকে রেখেছে। তাকে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তারা জানে খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরলেই তারা শেষ।
এক দফা দাবিতে ওই সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, সাবেক এমপি আনোয়ারুল আজিম, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ। এতে কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং ফেনী ও চাঁদপুর জেলা ইউনিটের নেতারা অংশ নেন।
রোডমার্চে কুমিল্লা উত্তর, দক্ষিণ এবং মহানগরসহ পার্শ্ববর্তী চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা–কর্মীরা অংশ নেয়।