বৃহস্পতিবার, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নতুন কমিটি

সুদীপ দেবনাথ রিমন: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ। এই সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের দ্বিতীয় জাতীয় ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি নব-নির্বাচিত সভাপতি (হিন্দু) শিমুল কুমার সাহা, সভাপতি (বৌদ্ধ) সজীব বড়ুয়া, সভাপতি (খ্রিষ্টান) মিল্টন সিভাস্টিন মণ্ডল সহ- সভাপতি সুবল কুমার ঘোষ, সহ-সভাপতি অধ্যাপক ড. সন্তোষ দেব, সহ-সভাপতি পিয়াস সরকার , সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল, যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক দীপন বণিক ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী এবং সুজন রায়কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নবনির্বাচিত সভাপতি (হিন্দু) শিমুল সাহা বলেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও জাতীয় কাউন্সিলে সমগ্র বাংলাদেশের সকল নেতৃবৃন্দ বৈরি আবহাওয়ার মধ্যে অংশগ্রহণ করে সম্মেলনকে সফল ও সার্থক করেছেন সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া আপনারা আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যেনো সঠিকভাবে পালন করতে পারি সেজন্য পরমেশ্বরের নিকট প্রার্থনা করবেন।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল বলেন, সংগ্রামী নেতৃবৃন্দ সকলে আমার নমষ্কার গ্রহণ করবেন। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ সুন্দরভাবে সফল করবার জন্য, প্রতিটি জেল-মহানগর কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।অতীতের ন্যায় আগামীতেও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ আপনাদের সহযোগীতায় ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে কাজ করে যাবে সেই আশাবাদ রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ