বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ স্বাধীন, রাউজানও স্বাধীন: সামির কাদের চৌধুরী

এম কামাল উদ্দিন, রাউজান: বিশিষ্ট ক্রীড়াবিদ, বিএনপি নেতা ও শিল্পপতি সামির কাদের চৌধুরী বলেছেন, গত ১৫ বছর ধরে শুনে আসছি, বাংলাদেশের হিসাব এক, রাউজানের হিসাব এক। আমি বলতে চাই দেশের অন্যান্য জায়গা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আমাদের রাউজানও ততোটা গুরুত্বপূর্ণ। এখন কারো কাছে কাউকে চাঁদা দিতে হবে না। বাংলাদেশ স্বাধীন, রাউজানও স্বাধীন। আমাদের সবাই মিলে এই রাউজানকে সুন্দর করতে হবে।

সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাউজানবাসীকে এক হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

বুধবার বিকালে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। কদলপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপি নেতা এম এ হাশেম।

রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ ছবুরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল।

বিশেষ অতিথি ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আনিজ্জামান সোহেল, জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান।

বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম চৌধুরী, কাজী গিয়াস, নুরুল আমীন তপন, মো. হোসেন বাচা, আলম হোসেন চৌধুরী, যুবদল নেতা মো. সেলিম উদ্দিন, হাসান বাহাদুর, মো. ইব্রাহিম চৌধুরী, যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলু, সোহেল চৌধুরী, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলী সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. এরশাদ, সাঈদ আমান রানা, পৌর স্ব্চ্ছোসেবকদ দলের আহবায়ক শাহাদাত মির্জা, পৌর যুবদল নেতা আরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা তসলিম নেওয়াজ, আবদুল মান্নান, জেলা ছাত্রদল নেতা তসলিম উদ্দিন ইমন, ছোটন আজম, জাহিদুল ইসলাম, মো. ইমরান, লিমন চৌধুরী বাপ্পা, মো. সালাউদ্দিন, মো. বাদশা, মো. কাশেম, পারভেজ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ