শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাইশমৌজায় এইচএসসিতে ভরাডুবি: দুই কলেজে পাশের হার ২৫ শতাংশের নিচে

খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাইশমৌজা এলাকায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশে চরম হতাশা নেমে এসেছে।

উপজেলার অন্তর্গত বীরগাঁও ও কৃষ্ণনগর—এই দুই ইউনিয়নের দুটি কলেজেই পাশের হার ২৫ শতাংশের নিচে নেমে এসেছে।

বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে মাত্র ২ জন। পাশের হার মাত্র ২৮.৫৭ শতাংশ।

অন্যদিকে, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয় ৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে মাত্র ১ জন। পাশের হার ২০ শতাংশ।

দুই কলেজ মিলিয়ে মোট ১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ৩ জন। গড় পাশের হার দাঁড়িয়েছে প্রায় ২৫ শতাংশ—যা এ অঞ্চলের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে কম।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থী সংখ্যা ক্রমেই কমে যাওয়া, মানসম্মত শিক্ষার অভাব, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অনাগ্রহই এ ভয়াবহ ফলাফলের মূল কারণ।

একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাইশমৌজার শিক্ষাব্যবস্থা এখন টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। পরিবার ও সমাজ উভয়েরই শিক্ষার প্রতি সচেতনতা বাড়ানো জরুরি।”

এ অঞ্চলের শিক্ষানুরাগীরা জানিয়েছেন, একসময় বাইশমৌজা থেকে বহু শিক্ষার্থী ভালো ফলাফল করত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ক্রমেই শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম।

শিক্ষাবিদদের মতে, বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের এই ফলাফল স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে, বাইশমৌজা এখনো শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগ, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সচেতনতাই পারে এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিতে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ