পটুয়াখালী প্রতিনিধি : বাউফলে জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদুল হাসান সুপ্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে উঠা মেধাবী নেতৃত্ব, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ -বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ১/১১ জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের অগ্রসৈনিক।
তার জন্মস্থান বাউফলের বগা বন্দর থেকে শুরু করে ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিশেষ বিশেষ স্থানে জনসংযোগ ও পথসভার মাধ্যমে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফলে থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন পাশাপাশি বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলের জন্য শেখ হাসিনার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, শেখ হাসিনা ভালো থাকলে দেশের জনগণ ভালো থাকে তাই আপনারা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং আগামীতেও নৌকা মার্কায় আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করবেন। শুভেচ্ছা বিনিময়েকালে তার সাথে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।