শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাউয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাইদের ইফতার মাহফিল

মো. মেহেদী হাসান: বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পরে কমিটি পুর্নগঠন ও আগত সাবেক শিক্ষার্থী ও অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। ইফতার পূর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

আয়োজকদের মধ্য থেকে প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফ আনাম তার বক্তব্যে বলেন, মাহে রমজানের পবিত্রতা ও ফজিলতকে সামনে রেখে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, যা সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে ও বাউয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরো সংগঠিত হবে। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফলতা কামনা করেন।

ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল, বর্তমান রেজিস্ট্রার লে: কর্ণেল (অব:) কে এফ এ সোহেল, সিই বিভাগের ডিন ও প্রক্টর ড. ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান সহ শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ