
রুহুল আমিন বাবু, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুন হাসান।
মঙ্গলবার সকাল থেকে ডা: মামুন হাসানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী বিক্ষুব্দ ছাত্র-জনতা। সকাল সাড়ে ৯টায় একটি মিছিল নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে ডা: মামুন হাসানকে না পেয়ে মিছিলটি চিতলমারী উপজেলা পরিষদ প্রধান ফটকে এসে অবস্থান নেয়।
অবস্থান কালে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডা: মামুনের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির আভিযোগ রয়েছে। অনতিবিলম্বে তার পদত্যাগের দাবি জানাচ্ছি। যত সময় পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, ততো সময় আমরা রাজপথে আবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী ও জনতা ডা: মামুন হাসানের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুন হাসানের মুঠোফোনে একাধিকবার কলদিলেও তার সাড়া পাওয়া যায়নি।