রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগেরহাটের রামপালে পূজা উদযাপন নিয়ে মতবিনিময় সভা

রুহুল আমিন বাবু, বাগেরহাট: বাগেরহাটের রামপালে আসন্ন দুর্গাপূজা পালনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের রামপাল পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব উদ্দিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের আহবায়ক অজয় কুমার, রামপাল প্রেসক্লাবের সভাপতি এম এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মল্লিক মোতাহার হোসেন।

সভায় প্রত্যেক মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন ও বিজয় দশমীর উদযাপন শেষে প্রতিমা বিসর্জনের ব্যাবস্থা গ্রহনের অনুরোধ করা হয়। পাশাপাশি পুজা নির্বিঘ্নে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল মেহেদী। তিনি যে কোনো প্রয়োজনে পূজা উদযাপন পরিষদের পাশে থেকে সহযোগিতার ঘোষণা দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ