
রুহুল আমিন বাবু, বাগেরহাট : শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে বাগেরহাটে অবস্থান কর্মসূচি পালন করছে জেলা বিএনপি।
বুধবার সকাল থেকে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করে।
এসময় জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সমন্বয়ক এমএ সালাম, যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত হোসেন প্রমুখ।
বক্তারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবী জানান।
অবস্থান কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












