রুহুল আমিন বাবু, বাগেরহাট: বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল এগারটায় বিদ্যালয়
মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পতিথযশা শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষাবিদ অধ্যাপক চৌধুরী আব্দুর রব, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।
শিক্ষক তহমিনা বেগমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ, শিক্ষক মৌলভী জিয়াউল ইসলাম, কাজী মুতাসিমুল হক, অরুন কুমার রায়, মির্জা আলী আহমেদ, মো. নুর ইসলাম, কালিদাস সাহা, উদয় কুমার গাঙ্গুলী, শিক্ষক রেজাওয়ানা মালেক, ফাতেমা আকতার প্রমুখ।
আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়দের মধ্যে প্রধান ও বিশেষ অতিথি পুরস্কার বিতরণ করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পুরাতন জেলখানা জামে মসজিদের ইমাম আব্দুল আজিম।