শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগেরহাট বিএনপির ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ

রুহুল আমিন বাবু, বাগেরহাট: বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পৌর এলাকার লঞ্চঘাট, রাহাতের মোড়, ফলপট্টি, নাগেরবাজার, কাপোড়ের পট্টি, চাল পট্টি, সাধনার মোড়, কাজী নজরুল ইসলাম রোড়সহ শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম এর নেতৃত্বে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক পিসি কলেজর ছাত্র সংসদের সাবেক ভিপি খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, বিএনপি নেতা এ্যাড ওয়াদুত মুক্ত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জাসাস সভাপতি মো. কামরুজ্জামান, জাতীয় আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, যুব নেতা মনিরুজ্জামান মান্না, অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন, শেখ ওমর আলী মুন্না, জসীম সরদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, বর্তমানে সারাদেশে ডেঙ্গু মহাপ্রকট আকারে ধারণ করার কারণে প্রতিনিয়ত ডেঙ্গু রোগে মানুষ মারা যাচ্ছে। তাই ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে জনগণকে সচেতন করতেই এই লিফলেট বিতরণ করছি। এ সময় প্রত্যেক ব্যক্তিকে যার যার অবস্থান থেকে ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ