শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঘায় ঝড়ে বটগাছ ভেঙে ৩ জনের মৃত্যু

আবুল হাশেম, রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড়ে ঝড়ে উপড়ে পড়া বটগাছের নিচে চাপা পড়ে তিনজন মারা গেছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টায় দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন, মুরাদ আলীর ছেলে জালাল উদ্দিন (৪০), রিয়াজ আলীর ছেলে জাকিরুল (৩০), হাসেন আলীর ছেলে সেন্টু (৪০)।

আহতরা হলেন, তাহেরের ছেলে মুকুল, সুকামের ছেলে রুবেল, হারানের ছেলে শাহারুল, জান মোহাম্মদের ছেলে আজগর। নিহত ও আহতদের সকলের বাড়ি চকবাউসা গ্রামে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বৃষ্টির সাথে ঝড় শুরু হয়, এ সময় বটগাছ উপরে পড়লে তারা নিচে পড়ে যায়। নিহতের মধ্যে একজন ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন দোকানে বসে ছিলেন। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ছাড়াও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালায়।

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাবিলা মেহনাছ বলেন, গাছ চাপা পড়ার ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আর চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এরা এখন সঙ্কামুক্ত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ