রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ভূমি জবর-দখলের অভিযোগে উঠেছে আশরাফুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার মুসল্লিরা।
আশরাফুল ফ্যাসিবাদ আওয়ামী সরকারের দোসর। বিগত আওয়ামী সরকারের ক্ষমতা ব্যবহার করে মোহাম্মদ আলী জবালে নূর জামে মসজিদ ও শিরিরচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবরদখল করছে বলে অভিযোগ করেন মানববন্ধনকারীরা।
প্রতিবাদকারীরা অভিযোগ করে বলেন, আশরাফুল দীর্ঘদিন ধরে স্থানীয়দের জমি জবরদখল করে আসছেন। তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দায়ের করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা তার অবৈধ কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন,গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী,ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম সরকার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাতেন বিএসসি, নূর মোহাম্মদ, সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও সর্বস্তরের মুসল্লিরা।