মো. মারুফ হোসেন লিয়ন, সৈয়দপুর(নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের অঙ্গীকার’ এর উদ্যোগে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের বিষয়ে মিডিয়াকে অবগতির জন্য সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শহরের ড্রিমপ্লাস রিসোর্ট এন্ড হোটেলে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা সৈয়দপুর পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি আরমান হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক রিফাত হোসেন।
বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ তানভীর ও সাধারণ সম্পাদক নিরব আহমেদ, সাংবাদিক ওমর ফারুক, শাহজাহান আলী মনন, মইনুল হক ও রাজু আহমেদ।অনুষ্ঠানে সকল সদস্য ও সহযোগীরা অংশগ্রহণ করে।
সভায় বক্তারা বলেন,ভারত কর্তৃক আকস্মিক বাঁধ খুলে দেয়ায় যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে তা সত্যিকার অর্থে বাংলাদেশকে ডুবিয়ে মারার ভারতীয় অপচেষ্টা। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেই মনে করা হচ্ছে। এমন অমানবিক কাজে ভারতকে কোনভাবেই রাষ্ট্রীয় বন্ধু ভাবার কোনো সুযোগ নেই। বরং ভারতের এটি আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ। যা কখনোই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, এই শত্রুতাসুলভ আচরণের জন্য ভারতকে অবশ্যই সম্পূর্ণরুপে বয়কট করতে হবে। কারণ এহেন বিপর্যয়কর পরিস্থিতিতে ভারতীয় টিভি চ্যানেল জি২৪ তে বলা হচ্ছে ‘কেমন লাগছে এই মজাক’। এই হলো তাদের মানসিকতা। অথচ তাদের মৌমিতা ধর্ষণ ও হত্যার ঘটনায় আমরা মর্মাহত হয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছি।
সভায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, বন্যার ভয়াবহতার কারণে ইতোমধ্যে ফেনী জেলাকে ডেড ঘোষণা করা হয়েছে। তিস্তা নদীর ৪৪টি জলকপাটও খুলে দেয়া হয়েছে। যে কোনো মুহূর্তে আমাদের এই উত্তরাঞ্চলেও বন্যা দেখা দিতে পারে। তাই পূর্ব প্রস্তুতি হিসেবে তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। আজ থেকেই তারা সৈয়দপুরে কালেকশন শুরু করবে। এ জন্য মিডিয়ার সহযোগিতা চান তারা।