শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বান্দরবানে অপহরণকারী চক্রের ৪ সদস্য আটক

ওসমান গনি, স্টাফ রিপোর্টার: বান্দরবানের লামা উপজেলায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।গ্রেফতারকৃতরা হল থানচি উপজেলার রেমাক্রি এলাকার শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জেকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা এবং লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি লামার সরই ইউনিয়নে দুই দফায় ১৪ জনকে এবং ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২৬ জন রাবার বাগান শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ অভিযানে নামে এবং বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে।
অপহরণকারী চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ