শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বান্দরবানে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা সভা

ইসমাইল হোসেন, বিশেষ প্রতিনিধি : বান্দরবান জেলায় বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের নিয়ে বিশিষ্টজনদের শীর্ষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো,ও সভাপতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সি অং খুমী।

সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু, আলোচক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা, বান্দরবান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা, লেখক মংক্যশোয়েনু নেভী, সাংবাদিক সুফল চাকমা, উসিথোয়াই মারমা, আকাশ মারমা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সুস্থ জীবনর জন্য সুস্থ পরিবেশ একান্ত অপরিহার্য। মানুষ সত্য জীবন যাপনের প্রয়োজনীয় উপকরণ প্রকৃতি ও পরিবেশ থেকে গ্রহণ করে। সুতরাং প্রকৃতির সম্পদের টেকসই ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উপর প্রাণী ও উদ্ভিত জগতের অস্তিত্ব ও মানবজাতির উন্নয়ন নির্ভরশীল।

তারা আরও বলেন, এই পৃথিবীর সকল উপাদান জীব ও জড় বিশ্ব পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। যেমন শ্যামলীময় সাগর, নদী পাহাড়, আর উর্বর ফসলি জমি মাঠের এই পৃথিবীতে প্রাকৃতিক একমাত্র বসবাসযোগ্য সুন্দর মানুষ হিসেবে আমাদের এই দায়িত্ব আমাদের পূর্বপুরুষগণ আমাদের জন্য এই পৃথিবীতে বসবাসযোগ্য যেভাবে রক্ষা করে গিয়েছেন পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব বলে জানান মহতীদের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ