বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবাকে হত্যার অভিযোগে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার ছেলে

মো. সাইফুল ইসলাম, নীলফামারী: নীলফামারীতে ছেলের হাতে পিতা খুনের চাঞ্চল্যকর হত্যা মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার র‍্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী অধিনায়ক সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক(২৬) ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া (সীমান্তপাড়া) এলাকার মৃত রবিউল ইসলাম (সাবুল) এর ছেলে।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর চৌকস দল যৌথ অভিযান চালিয়ে গাজীপুরের কোনাবাড়ী এলাকা হতে চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৫ টায় আবু বক্কর সিদ্দিক (২৬) তার পিতা রবিউল ইসলাম (সাবুল) বাড়িতে খড়ের পালা দেওয়াকে নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায় ছেলে আবু বক্কর সিদ্দিক। পরে রবিউল ইসলামের স্ত্রী প্রতিবেশীদের সহযোগিতায় রবিউল ইসলামকে রক্তাক্ত অবস্থায় ডোমার স্বাস্থ্য কমপেক্সে যাওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মৃত রবিউল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম বাদি হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ডোমার থানার (ওসি) আরিফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিককে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, সিপিসি-২ নীলফামারী অধিনায়ক সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. ওমর ফারুক বলেন, বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে ক্লু-লেস হত্যা, অপহৃত ভিকটিম উদ্ধার, ধর্ষণ, রাহাজানিসহ নানা সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বদ্ধ পরিকর এ এলিট ফোর্স বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ