শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবার আসন পুনরুদ্ধারে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রুমিন ফারহানা

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি জানিয়েছেন, বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করবেন। এ উপলক্ষে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দুই দফায় দলীয় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে জেলার ছয়টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন ফাঁকা রাখা হয়। পরবর্তীতে আজ মঙ্গলবার আসন সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের জোটপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দেয় বিএনপি। এতে বহুল আলোচিত এই আসনে দীর্ঘদিন আলোচনায় থাকা ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হন।

দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে দৈনিক যায়যায় কাল কে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি মাঠে থাকবেন।

তিনি বলেন, ‘স্বাধীনতা-পরবর্তী প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আমার বাবা ভাষাসৈনিক ওলী আহাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাভী মার্কা নিয়ে এ আসন থেকে বিজয়ী হয়েছিলেন। তবে তৎকালীন আওয়ামী লীগ তার সেই বিজয় ছিনিয়ে নিয়েছিল।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘আওয়ামী দুঃশাসনের টানা ১৭ বছরে আমি দলের জন্য নিবেদিত হয়ে রাজপথে ও জাতীয় সংসদে একাই সংগ্রাম করেছি। দলের দুঃসময়ে আপসহীনভাবে কথা বলেছি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন পেতে সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত দল আমাকে মনোনয়ন দেয়নি। তাই বাবার অসমাপ্ত লড়াই ও এই আসনের মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমি বিশ্বাস করি, ভোটের মাধ্যমেই এ এলাকার মানুষ আমার প্রতি তাদের ভালোবাসা ও আস্থার প্রতিফলন ঘটাবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ