
মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় ২৫২ জন মুক্তিযোদ্ধকে সনদ ও ১৩১ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ অক্টোবর) উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, এসব এমন মাজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফুল হক, বারহাট্টা উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, বারহাট্টা উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা, মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন। এ সার্টিফিকেট ও আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও সুযোগ বৃদ্ধি করেছে।
ইউএনও জানান, আজ ১৩১ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে এ সার্টিফিকেট ও কার্ড দেয়া হয়েছে। অবশিষ্ট ২৫২ জন মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে এ সার্টিফিকেট ও কার্ড দেওয়া হয়েছে।