সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বিএনপি কর্মী সুমন হত্যার মামলায় সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের
সিরাজগঞ্জ জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক লিমনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর আমলী আদালতের বিচারক মো. রাসেল মাহমুদ তার দুই দিনের রিমান্ড মনজুর করেন। আজ মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন।
সিরাজগঞ্জে থানায় হওয়া বিএনপি কর্মী সুমন শেখের হত্যার মামলার আসামি লিমনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসামি লিমনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার বিএনপি কর্মী সুমন হত্যার মামলার আসামি লিমনকে পৌর এলাকা সর্দারপাড়া তার নিজ বাসা থেকে আটক করে সিরাজগঞ্জ থানা পুলিশ। যার মামলা নং, জি আর, ৫২৯/২৪ তাদের বিরুদ্ধে রয়েছে তিনটি হত্যা মামলা রয়েছে।
জানা যায়, সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে বিএনপি ও যুবদলের তিন নেতা-কর্মী নিহত হন।এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ শতাধিক নেতা-কর্মীকে আসামি করে তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু শেখের স্ত্রী মৌসুমি খাতুন, সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা বিএনপি কর্মী নিহত আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই মহল্লার নিহত সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে সুমন হত্যার মামলার আসামি লিমনের পিতা অ্যাডভোকেট হামিদুল ইসলাম জাতীয়তাবাদী সিরাজগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও চৌহলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে আছে বলে জানা যায়।