
মোহাম্মদ রাজিব, কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-৪ ( কসবা-আখাউড়া ) সংসদীয় আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে আলহাজ্ব মুশফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।
তাছাড়া রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন শুনানি শেষে মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন এবং তাকে প্রার্থী হিসেবে বহাল রাখেন। তার মনোনয়নের বৈধতা নিয়ে গণধিকার পরিষদের প্রার্থী জহিরুল হক চৌধুরী ১৩ জানুয়ারি আপিল করেন।
এরপর রোববার বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ভবনে শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনাররা শুনানি শেষে মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন এবং তাকে প্রার্থী হিসেবে বহাল রাখেন।
মনোনয়ন বৈধ হওয়ার খবরটি কসবা ও আখাউড়ার সাধারণ জনগণ এবং সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দে সৃষ্টি করেছে। পুরো দিনটি তারা দুশ্চিন্তায় কাটিয়েছিলেন। তবে ফলাফল জানার পর আনন্দে উল্লাসে মেতে উঠেন। বিভিন্ন এলাকায় সমর্থকরা এই উপলক্ষে আনন্দ উদযাপন ও উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
নির্বাচনী মহলে এখন কসবা-আখাউড়া আসনটি অন্যতম সুকৌশলপূর্ণ ও উত্তেজনাপূর্ণ আসন হিসেবে নজরকাড়া হয়েছে। মুশফিকুর রহমানের বৈধ প্রার্থী হওয়ার ঘোষণার ফলে আসনের রাজনৈতিক প্রেক্ষাপট আরও স্পষ্ট হয়ে উঠেছে।











