মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, দিরাইয়ে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই গ্রুপ একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি সভা আহ্বানের প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বুধবার সকাল ১০টা থেকে পৌর এলাকার বাগানবাড়ী ও এর আশপাশের এলাকায় রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

বুধবার বেলা ১১টায় পৌর এলাকার বাগানবাড়ীতে পাল্টাপাল্টি সভা করবে বলে ঘোষণা দিয়েছিল বিএনপির দুই গ্রুপ। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কর্মসূচি বাতিল করেন।

একাংশের নেতা জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেল বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও তাঁর সমর্থকেরা সরকারের দালালি করছেন। তারা দিরাই-শাল্লায় কৃষকদের বিএনপির পক্ষ থেকে বীজ বিতরণ করতে দেননি। উপজেলা বিএনপির সাবেক তিনবারের সভাপতি আব্দুশ শহীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে বাধা প্রদান করেছেন। তারা সরকারের বি-টিম হিসেবে দিরাইয়ে কাজ করছে। ১৪৪ ধারা জারির কারণে নেতাকর্মীরা বাগানবাড়ী কমিউনিটি সেন্টারে কর্মসূচি করতে পারেননি। পরে সভা হয়েছে আমার বাসভবনে।

নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দিরাই-শাল্লায় আওয়ামী লীগের বি-টিম কারা তা অতীতের বিভিন্ন সময়ে নির্বাচনেই প্রমাণ হয়েছে। ধানের শীষে ভোট না দিয়ে তাহির রায়হান চৌধুরীরা বারবারই নৌকায় ভোট দিয়েছেন।

নাছির উদ্দিন চৌধুরীর ভাই উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, মৃত্যুবার্ষিকীর কর্মসূচীতে কেউ বাধা দেয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কৃষকদের মধ্যে বীজ বিতরণ করবেন। এই কর্মসূচির বিষয়ে উপজেলা বিএনপি জানবে না, এটি হতে পারে না। এজন্য দিরাই শহরের প্রবেশমুখে বিএনপি প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল। প্রশাসন এরমধ্যেই ১৪৪ ধারা জারি করেছে। এজন্য সভা করা যায়নি। নেতাকর্মীরা উপজেলা সদরে নাছির উদ্দিন চৌধুরীর বাড়িতে গিয়ে সভা করেছেন।

দিরাই থানার ওসি সাইফুল ইসলাম বললেন, বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলামের আগমন উপলক্ষে দলের একপক্ষ বাগানবাড়ী কমিউনিটি সেন্টারে, আরেকপক্ষ কমিউনিটি সেন্টারের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। পরে বাগানবাড়ী ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ওখানে কাউকে বিক্ষোভ সমাবেশ করতে দেইনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ

bnen