শনিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিএনপির নেতাকে মালা পরানোয় পুলিশ কর্মকর্তাকে বদলি

শরীয়তপুর প্রতিনিধি: বিএনপির নেতাকে ফুলের মালা পরিয়ে সমালোচনার মুখে পড়া শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।

বুধবার তাকে নড়িয়া থানা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন সুরুজ উদ্দিন, এমন একটি ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে আলোচনা–সমালোচনা।

সুরুজ উদ্দিনকে নড়িয়া থেকে গোপালগঞ্জ জেলায় সংযুক্ত করার তথ্যটি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্যা।

সুরুজ উদ্দিন আহম্মেদ এর আগে ২০২৩ সালের ১৫ জুন শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত থাকা অবস্থায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন।

শরীয়তপুরের নাওডোবা বাজারের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক নেওয়ার ও একটি ছিনতাই মামলার ৪ আসামিকে পিটিয়ে আহত করার অভিযোগে ওই সময় তিনি সাময়িক বরখাস্ত হন। পরে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘সুরুজ উদ্দিনকে গোপালগঞ্জ জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে আমরা ওই আদেশের কপি পেয়েছি। এরপর তিনি শরীয়তপুর থেকে গোপালগঞ্জে চলে গেছেন।’

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *