
কৌশিক চৌধুরী, হিলি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সফল করার লক্ষ্যে দিনাজপুর হিলিতে বিভিন্ন এলাকায় লিফলেট বিতারণকরা হয়েছে।
হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শনিবার সন্ধ্যা পথচারী, ভ্যান চালক, ও ব্যবসায়ীদের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
পরে বোয়ালদাড় ইউনিয়ন বৈগ্রামে ৫নং ওর্যাড় বিএনপির সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসয় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী। সংগঠনিক সম্পাদক হযরত আলী সরকার, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মেফতাউল জান্নাত মেফতা, সাধারণ সম্পাদক নুর ইসলাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতাকর্মী।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের রাষ্ট্রকাঠামোতে নতুন মাত্রা যোগ করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।