শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি-জামাতের অবরোধের প্রতিবাদে নেত্রকোনায় জেলা আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মেহেদী হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি : বিএনপি-জামাতের দেশব্যাপী তিন দিনের অবরোধের ১ম দিনে তেমন প্রভাব পড়েনি নেত্রকোনায় স্বাভাবিক রয়েছে জনজীবন। মাঠে নেই বিএনপি,বিক্ষোভ মিছিল করেছে জেলা আ.লীগ, হরতালে নাশকতা ও জনগণের জানমালের নিরাপত্তা নেত্রকোনা জেলা পুলিশ কঠোর সর্তক অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনা পৌর শহরসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ঘুরে অবরোধের সমর্থনে কোনো মিছিল-মিটিং,পিকেটিং চোখে পড়নি। এমনকি অবরোধ সমর্থিত দলের নেতা কর্মীদেরও দেখা যায়নি। তবে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়।

বিএনপি জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যর অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্র ও বিএনপি-জামাতের ডাকা সারা দেশে তিন দিন ব্যাপী অবরোধের প্রতিবাদে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা নেত্রকোনা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিল করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মদন বাস ষ্ট্যান্ড,রাজুর বাজার বাস স্ট্যান্ড,ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় শান্তি ও উন্নয়ন সভায় বক্তব্য রাখেন: নেত্রকোনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান(ভিপি) লিটন।

এসময় তিনি নেতৃবৃন্দ বলেন: রাজধানী ঢাকাতে বিএনপি তাদের শান্তি সমাবেশ করার প্রত্যয়ে সরকারের দেয়া ২০ দফা শর্ত মেনে পল্টনে সমাবেশ করার কথা থাকেলও তারা শান্তি সমাবেশে ব্যর্থ হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা আন্দোলনের নামে রাজধানীতে সন্ত্রাসী তান্ডব চালিয়েছে,হাসপাতালের অ্যাম্বুল্যান্স পুড়িয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে, দায়িত্বরত সাংবাদিক বন্ধুদের হামলা চালিয়ে আহত করেছে।

প্রধান বিচারপতির বাসভবনের সামনে ভাংচুর করেছেন,সর্বোপরি এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। তারপরও দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে তারা তিন দিনের অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়েছে। বিএনপির এই সন্ত্রাসী হামলায় যারাই জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

পরে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন: জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটনের সঞ্চালনায় সভায় অন্যানোর মধ্যে বক্তৃব্য করেন: জেলা আ’লীগের সহ-সভাপতি বাবু প্রশান্ত কুমার রায়,যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক ভজন সরকার, যুগ্ম সাধারন সম্পাদক মজিবুল আলম হীরা,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান,পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা কানম সুমিসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ