
যায়যায়কাল প্রতিবেদক: মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন রাজধানীর বারডেম হাসপাতালে গত চারদিন ধরে ভর্তি আছেন।
তিনি উচ্চ ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে চিকিৎসাধীন আছেন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
গত সোমবার তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক পলাশ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা রেজা।
পলাশ ইসলাম যায়যায়কালকে বলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন গত কয়েকদিন ধরে অসুস্থ। উনার বারডেম হাসপাতালে চিকিৎসা চলছে। তিনি সুস্থতার জন্য সিরাজদিখান ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।