শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএসএফের বাধার আড়াই বছর পর সীমান্তে রাস্তার কাজ শুরু

দিপংকর রায়, দিনাজপুর : দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপি এলাকায় মঙ্গলবার বিকালে সীমান্তবর্তী রাস্তার নিমার্ণ কাজ পরিদর্শন করেছেন বিজিবি’র উত্তর-পশ্চিম অঞ্চলের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার মো. শফিকুজ্জামান। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার মো. শফিকুজ্জামান বলেন, সীমান্ত সংলগ্ন কালিয়াগঞ্জ বাজার হতে কামদেবপুর বাজার ভায়া এনায়েতপুর বিওপি সড়কের ৯২০ মিটার আন্তর্জাতিক সীমারেখার ১৫০ গজের মধ্যে হওয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আপত্তির কারণে ২০২১ সালের ৯ ডিসেম্বর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। নির্মাণ কাজ পুনরায় শুরু করার জন্য দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন চেষ্টা শুরু করে। বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে এই রাস্তা নির্মাণের বিষয়ে জোরালো আলোচনা হয়। আলোচনায় রাস্তার কাজ আবার শুরু করার বিষয়ে বিএসএফ সম্মতি দেয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে বিজিবির প্রত্যক্ষ তদারকিতে এলজিইডি গত ১৫ মে থেকে রাস্তার কাজ পুনরায় শুরু করে। চলমান নির্মাণ কাজটি সীমান্ত পিলার ৩২১/১১ এস এর সন্নিকটে হওয়ায় রাস্তার কিছু অংশ অমীমাংসিত থাকে। অমীমাংসিত সীমারেখা নির্দিষ্ট করার জন্য গত ২৩ মে বিজিবি এবং বিএসএফ এর উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতীয় জরিপ বিভাগের প্রতিনিধিরা সার্ভে কার্যক্রম সম্পন্ন করে সীমানা নির্ধারণ করে। বর্তমানে রাস্তার নির্মাণ চলমান রয়েছে। রাস্তাটি নির্মিত হলে সীমান্তবর্তী এলাকার জনসাধারণের কৃষিপণ্য বহন ও চলাচলের দীর্ঘদিনের অসুবিধা দূর হবে। স্থানীয় জনগণ উপকৃত হবে।


এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি সেক্টর সদর দপ্তর দিনাজপুর এর সেক্টর কমান্ডার কর্নেল আরিফুল হক, অধিনায়ক ৪২ বিজিবি ল্যাফটেনেন্ট কর্নেল মো. আহসানুল হক, বিরল উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, ধর্মপুর ইউনিয়নের সাবেক সদস্য আজাহার আলী, বর্তমান সদস্য আবু সুফিয়ান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ