শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিকাশ ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বিনামূল্য বই বিতরণ

সুমন আল-মামুন, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই। মহানগর থেকে জেলায়, শহর থেকে গ্রামে। সব জায়গায় বই পড়াকে ছড়িয়ে দিতে মোবাইল ব্যাংকিং বিকাশ ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় জেলাশহরে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব শ্রীপুর পাঠাগারে ১৭২টি বই দেওয়া হয়।

একটি সমৃদ্ধ জাতি গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। বই জ্ঞানার্জনে সহযোগিতা করে। তাই নতুন প্রজন্মের মধ্যে ছাপা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সোমবার সকালে ঝিনাইদহের একটি কমিউনিটি সেন্টারে বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনলাইনের যুগে ছাপা বই পড়ায় আগ্রহ সৃষ্টি করতে চলতি বছর দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। এরই অংশ হিসেবে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার প্রত্যন্ত গ্রাম শ্রীপুরের একটি পাঠাগারে ১৭২টি বই দেওয়া হয়েছে। বইগুলো সংগ্রহ করেন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব শ্রীপুর।

উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, বন্ধুসভার উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, হাবিবুর রহমান, আনোয়ার ফিরোজ মাসুম, সভাপতি সানজিদা আফরোজ, সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিসান আহম্মদ, ঝিনাইদহ প্রথম আলোর প্রতিবেদক আজাদ রহমান, এসডব্লিউএসের প্রতিনিধি অভি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ