বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মোঃ মহসিন মৃধা:   পটুয়াখালীতে জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ দেশের ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশ করেন গণআধিকার পরিষদ।
বুধবার  সকাল সারে ১১ টায় জেলা প্রশাসক মাঠ প্রাঙ্গনে এই কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ৷
মিছিল ও বিক্ষোভ সমাবেশে গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে তারা। জানাযায়  গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ  জুলাইয়ের গণহত্যায় নেতৃত্ব দিয়েছে। কিন্তু রাষ্ট্রের দায়িত্বশীল অনেকেই গণহত্যাকারীদের বিচারের বিষয়ে তৎপর নয়। আমরা সেই গণহত্যায় জড়িত আওয়ামীলীগ ও তার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন চালিয়ে যাব। অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন ৷
মানববন্ধনে বক্তারা বক্তব্য বলেন, জুলাই গণহত্যাকারী আসামিদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনাসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জেলার নেতাকর্মীরা ৷
এ সময় কেন্দ্রীয় কমিটির কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম. আইনজীবী অধিকার পরিষদ সেন্ট্রাল কমিটির ১নং সদস্য ও জেলা আইনজীবী অধিকার পরিষদ ১ নং সদস্য আবদুল্লাহ ইউসুফ, উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম.সৈয়দ নজরুল ইসলাম লিটু(আহ্বায়ক) অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা, শাহআলম শিকদার(সদস্য সচিব) জেলা শাখা,সাইদুল ইসলাম রুম্মান(সভাপতি)যুব অধীকার পরিষদ জেলা, আব্দুর রহমান(সাধারণ সম্পাদক) জেলা.আশিকুর রহমান আশিক(সাংগঠনিক সম্পাদক) সহ অন্যান্য সংগঠনের প্রমুখ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ