বৃহস্পতিবার, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়নগরে জুলাই বিপ্লবে শহীদ ওমরের সমাধিতে শ্রদ্ধা

কাজী আলআমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): বিগত আওয়ামী সরকারের নির্যাতনের অতিরিক্ত মাত্রার ফলশ্রুতিতে ২০২৪ এর ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের ঢাকার যাত্রাবাড়িতে শহীদ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সন্তান জুলাইয়ের শহীদ উপাধি প্রাপ্ত মোহাম্মদ সাজিদুর রহমান ওমর এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়েছে৷

মঙ্গলবার জুলাই বিপ্লবের একবছর পূর্তিতে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের তার সমাধিতে জেলা প্রশাসনের পক্ষে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধারণ ত্রিপুরা শহীদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষিবিদ জিয়াউল ইসলাম, মৎস্য কর্মকর্তা, জায়মান জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুল কবির, গণপূর্ত মন্ত্রণালয় প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

থানা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওসি শহীদুল ইসলাম। উপজেলা বিএনপির সভাপতি মোঃ জমির হোসেন দস্তগীর দলীয় নেতাকর্মী নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা এবং আহতের সুস্থতা জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ