
কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নে চান্দুরা-আখাউড়া সড়ক ঢাকা-সিলেট হাইওয়ের সঙ্গে সংযুক্ত।
ব্যস্ততম এ রাস্তা আড়িয়াল বাজার সংলগ্ন সেতুর মাঝে গর্ত। তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে হাজারো ভারি যানবাহন। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
১৯৯৫ সালে অথবা তারও আগে নির্মিত এ সেতু। চান্দুরা টু আখাউড়ায় চলাচলে খুবই গুরুত্ব বহন করে এই সেতুটি। বর্তমানে এই ব্রিজের বেহাল দশায় আতঙ্কে যাত্রীসহ এলাকার জনসাধারণ। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বিরাট আকারের দুর্ঘটনা।
সাধারণ জনগণের দাবি, এই রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন প্রতিনিয়ত চলাচল করে আসছে। বর্তমানে এই সেতুর নাজুক অবস্থা। সেতুর মাঝে বিরাট আকারের গর্ত। শুধু কয়েকটা রড বের হয়ে আছে। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাদের দাবি সংশ্লিষ্টরা অতি দ্রুতই বিকল্প ব্যবস্থা করবেন।
এ বিষয়ে ইছাপুরা ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল হক বকুল বলেন, এই সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি। বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সংস্কার অথবা বিকল্প ব্যবস্থা করার জন্য। অন্যথায় জনসাধারণের দুর্ঘটনা ও ভোগান্তির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া জানান, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। আমরা বরাদ্দ আনার জন্য চেষ্টা করিতেছি। অতি শিগগির হয়ে যাওয়ার আশা।