রবিবার, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়নগরে পুষ্টি উন্নয়ন ও নারী উদ্যোক্তা তৈরিতে কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন

কাজী আলআমিন, বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তুলাতলা পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) পুষ্টি ও কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

কৃষিক্ষেত্রে পুষ্টির গুরুত্ব বৃদ্ধি, নারী উদ্যোক্তা তৈরি এবং আধুনিক কৃষিপ্রযুক্তি প্রান্তিক কৃষকদের পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ২৫জন কৃষাণীকে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি) ও কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্টনার’ (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh) প্রকল্পের আওতায় ‘পুষ্টি উন্নয়ন উদ্যোক্তা তৈরি, পরিবেশবান্ধব চাষ’ স্লোগানকে সামনে রেখে তুলাতলা পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি) এর যাত্রা শুরু করেন।

২১ অক্টোবর বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রামে আয়োজিত হয় এ অনুষ্ঠান।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জিয়াউল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড.মোস্তফা এমরান হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাবিকুন্নাহার কলি, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রবিউল আলম ও স্থানীয় কৃষাণীবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে বর্তমান সরকারের লক্ষ্য হলো শুধু খাদ্যের জোগান নয়, মানসম্পন্ন ও পুষ্টিকর খাদ্যের সরবরাহ নিশ্চিত করা। এই ‘তুলাতলা পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি)’ কৃষাণীদের হাতে-কলমে শেখাবে কিভাবে নিরাপদ উপায়ে অধিক পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন করা যায়।

পরিশেষে সভাপতির বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি আশা প্রকাশ করেন, তুলাতলা পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্র বিজয়নগরের কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *