
কাজী আলআমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার কয়েকটি ইউনিয়নে আকস্মিক বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক পরিবার।
গত দুই দিনের ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলার ন্যায় বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের, বামুটিয়া, ধোরানাল, মধুপুর, জলিলপুরসহ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক পরিবার। এদিকে পাহাড়পুর ইউনিয়নের সংযুক্ত আলেকপুর থেকে আড়িয়াল বাজারের রাস্তা পানিতে তলিয়ে গেছে। চান্দুরা ইউনিয়নের দাউদপুর গ্রামের আল আমিনের তিনটি পুকুর ও সাতগাওঁ গ্রামের আবুখা ও সৈয়দ মিয়া পুকুরের লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে।
বন্যার্তদের আহাজারি, এই আকস্মিক বন্যার কারণে আমরা নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পায়নি। আমাদের গরু-ছাগলসহ বিভিন্ন গৃহপালিত পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঘর হতে বাহির হতে পারছিলাম না। আমাদের পুকুরের মাছগুলো বন্যার পানিতে চলে গেছে। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক রাতে ও সন্ধ্যায় আমাদের খোঁজখবর নিয়েছে। এবং আমাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
উপজেলা প্রশাসনের তথ্য মতে, উপজেলার ক্ষতিগ্রস্তের ইউনিয়ন ১টি, প্লাবিত গ্রাম ৪টি, পানিবন্দী পরিবারের সংখ্যা ৩০টি, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা প্রায় ১২০ জন।
এ বিষয়ে উপজেলা নির্বাহ অফিসার সৈয়দ মাহাবুবুল হক জানান, ভারি বৃষ্টির কারণে সারা দেশের ন্যায় বিজয়নগরেও কিছু কিছু এলাকায় প্লাবিত হয়েছে। আমি আমার টিম নিয়ে যথা সময়ে বন্যার্তদের খোঁজ-খবর নিয়েছি। এবং বন্যার্তদের নির্দেশিত নিরাপদ স্থানে আসার জন্য উদ্বুদ্ধ করেছি। আমাদের পরিদর্শনের কাজ চলমান আছে।












