
কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে তৃণমূলে পর্যায়ে চিকিৎসা সেবাদান সহ রোগীদেরকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার আড়িয়ল উচ্চ বিদ্যালয় মাঠে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া – ৩ (সদর ও বিজয়নগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, ন্যাশনাল ডক্টরস ফোরামের উপদেষ্টা অধ্যাপক মোঃ জোনায়েদ হাসান।
ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডাঃ এম এ হানিফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু সাইদ সরকার, সেক্রেটারি ডাঃ আলী নেওয়াজ।
মেডিকেল ক্যাম্পে ৮টি বুথে চিকিৎসা সেবা প্রদান করে বিশেষজ্ঞ চিকিৎসকরা। এরই মধ্যে মেডিসিন, অর্থোপিডিক্স, চর্ম ও যৌন, স্ত্রী ও গাইনী,৷ নাক, কান ও গলা, মা ও শিশু, ডেন্টার বিভাগ এবং হোমিওপ্যাথি বিভাগের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৭০০রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।











