
কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এর উপস্থিতিতে ও মৎস্য কর্মকর্তা জায়মান জাহান এর তদারকিতে বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের সকল কর্মচারীবৃন্দ।
মৎস্যচাষীদের জন প্রতি ১২ কেজি করে ৩৯ জনকে ৫৬৮ কেজি রুই, কাতলা, মৃগেল মাছের পোনা বিতরণ করা হয়।