
কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ৬ শতাধিক শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি মো: জহুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো : রফিকুল ইসলাম শাহেদের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লুতফুর রহমান, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, কেন্দ্র সচিব পংকজ কুমার, অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান। পরীক্ষা পরিচালনা ও মূল্যায়নে ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো জিয়াদুল হক বাবু, সাংবাদিক আলমগীর হোসেন, ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মো: রফিকুল ইসলাম, মাধবপুর কলেজের সাবেক অধ্যক্ষ পংকজ দেবনাথ, সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন সহ পরিক্ষা পরিচালনায় কিন্ডারগার্টেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, সহ- সভাপতি সুরাইয়া বেগম, সহ- সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক ফায়েজুল হক, অর্থসম্পাদক শ্রীনিবাস চন্দ্র সাহা, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, ক্রীড়া সম্পাদক কাজী নজরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হান্নান মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো: আব্দুল্লাহ এবং নির্বাহী সদস্য মাওলানা মো: মহিউদ্দিন।বিশেষ পর্যবেক্ষক প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান, সেক্রেটারি হাফিজুল ইসলাম, সাদেকুল ইসলাম, হাবিবুর রহমান, পারুল বেগম, সামিরুল ইসলাম, আবু হানিফ সহ প্রমুখ।
কিন্ডারগার্টেন ভিত্তিক সংগঠন বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরামের আয়োজনে ১৫টি কিন্ডারগার্টেনের ১ম থেকে ৫ম শ্রেণির ৬শ’ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন ছিল উদাহরণ স্বরূপ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো শিক্ষক প্রশ্নপ্রণয়নের সাথে জড়িত ছিলেন না।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী এই প্রশ্নপত্র তৈরি ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ জন অভিজ্ঞ শিক্ষক প্যানেল খাতা মূল্যায়ন করে সাথে সাথে ফলাফল প্রস্তুত ও স্বাক্ষর করা হয়।











