মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়নগরে সত্য আড়াল করতে বিএনপি নেতার বিরুদ্ধে পাল্টা মামলা

কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ঘটে যাওয়া একটি হামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী বিএনপির স্থানীয় নেতা রাষ্ট্র সরকার। তিনি হামলার শিকার হওয়ার পর মামলা দায়ের করেন। এক মাস পর অভিযুক্ত পক্ষ পাল্টা দ্রুত বিচার আইনে মামলা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

গত ৩ জুন বিকেল ৪:৩০ মিনিটে পাইকপাড়া বাজারে ইজারাকৃত অস্থায়ী পশুর হাট পরিদর্শনে গেলে রাষ্ট্র সরকার অতর্কিত হামলার শিকার হন। হামলায় জড়িত বলে অভিযুক্ত হন পাইকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর তিন পুত্র রাসেল মিয়া (৩৩), এমরান মিয়া (৩৮), আল-আমিন (৩০)ও মৃত আশরাফুল ইসলামের ছেলে মাসুদ মিয়া (২৮)। গুরুতর আহত অবস্থায় রাষ্ট্র সরকারকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং তিনি পরদিন ৪ জুন বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন (জি.আর. মামলা নং-২০৬/২৫)। কিন্তু এই ঘটনার প্রায় এক মাস পর, ২ জুলাই অভিযুক্ত পক্ষের এক সদস্য ইমরান মিয়া আদালতে রাষ্ট্র সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে একটি পাল্টা মামলা দায়ের করেন যাহা (সি.আর. মামলা নং-৩২২/২৫) বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তাধীন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী, বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ জানান, ঘটনার সময় রাষ্ট্র সরকার একা হাটে উপস্থিত ছিলেন। তার ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

ভুক্তভোগী রাষ্ট্র সরকার বলেন, ঘটনার দিন আমি কিছুই বুঝে উঠতে পারিনি। ইজারাকৃত হাটের খোঁজ-খবর নিতে গেলে হঠাৎ করেই আমার ওপর হামলা চালানো হয়। এখন শুনছি, ঘটনার মাসখানেক পর আমাকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। এমনকি অভিযোগকারী চিকিৎসার প্রমাণও অন্য উপজেলার একটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংগ্রহ করেছেন। যেখানে রাসেল মিয়ার ভাই আলামিন কর্মরত রয়েছেন। আমি এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার দাবি করছি।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনা দিন রাষ্ট্র একাই ছিলেন। তিনি আহত হয়েছেন। তার সাথে মারামারি হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ