সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয়নগরে সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার করায় পুলিশের নামে অপপ্রচার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গোলাম কিবরিয়া (২৬) এক সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।

আদালতে অভিযোগ দেয়ার পর আসামি গ্রেফতার করতে যায় পুলিশ কর্মকর্তা আব্দুল করিম। তখন তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রচার করেন অভিযুক্ত সাংবাদিক। মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার কাতার প্রবাসী গোলাম মোস্তফার স্ত্রী ঘরে একা থাকতেন। প্রায় সময়ই দেবর গোলাম কিবরিয়া তাকে যৌন হয়রানি করতনে। বিভিন্ন সময় এসব নিয়ে সালিশও হয়েছে।

গত ২৮ এপ্রিল সাংবাদিক গোলাম কিবরিয়া ভিকটিমের ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে জড়িয়ে ধরেন। ভিকটিমের চিৎকারে গোলাম কিবরিয়া ঘর থেকে চলে যান। এ নিয়ে ভিকটিম ৩০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টা মামলা করেন। মামলা নং ৭৫/২৪। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ প্রদান করেন।

উক্ত মামলার পিবিআই তদন্তের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদালত অভিযুক্ত সাংবাদিক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য গত ৬ অক্টোবর রাত ২টায় বিজয়নগর থানার এসআই ইউনুস ও এএসআই আব্দুল করিম তাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে এএসআই আব্দুল করিম জানান, যারা আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করেছে। কারণ আমি ওই মহিলার সাথে কোনো সম্পর্ক নেই। চাকরির সুবাদে বিভিন্ন সময় মানুষ সহযোগিতার জন্য কল করে থাকে। দেবর ও ভাবির মধ্যে সমস্যা সেটা এখন আমার ওপর মেটানোর চেষ্টা করছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ