
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কল্যানপুর গ্রামে বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে রজব আলী নামে এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রজব আলী বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গত ৮ ডিসেম্বর দুপুর ৩টার দিকে রজব আলী নিজ বাড়িতে অবস্থানকালে প্রতিবেশী জিলু মিয়া, মিজান মিয়া, কুদ্দুস মিয়া ও আমির হোসেনসহ কয়েকজন তার পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিন মাস আগে রজব আলী বাড়িতে না থাকার সুযোগে বিবাদীরা তার বাড়ির আংশিক জমি দখল করে বিল্ডিং নির্মাণ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ আছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল।
ঘটনার দিন রজব আলীর বোন পারুল আক্তার এবং মেয়ে মুক্তা আক্তারের সঙ্গে বিবাদীদের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রামদা, লাঠি–সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়। অভিযোগে বলা হয়েছে, বিবাদীদের মধ্যে আমির হোসেন মুক্তা আক্তারের তলপেটে লাথি মারেন। পরিস্থিতির অবনতি হলে ভুক্তভোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে চুপ থাকেন। পরে বিবাদীরা চলে যাওয়ার আগে তাদের প্রাণনাশের হুমকি দেয়।
রজব আলী বলেন, “ওই জায়গায় বিল্ডিং তুলতে বাধা দিলে অথবা জমি নিয়ে বিরোধ করলে সুযোগ পেলে আমাদের মেরে ফেলবে—এমন হুমকি দিয়েছে তারা।”
ঘটনার সাক্ষী হিসেবে অভিযোগে পারুল আক্তার, মুক্তা আক্তার ও মনির মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।
বিজয়নগর থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











