
কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে পীরে কামেল আল্লামা শাহ সলিমুল্লাহ খাদেম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ইয়াছিন হাসান ও সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা ফরিদ উদ্দিন আজিজীর নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় উপজেলা মডেল মসজিদ দ্বিতীয় তলায় মিলনায়তনে কমিটি ঘোষণা করেন মুফতি ওবায়দুল্লাহ মাদানী, সাধারণ সম্পাদক জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা। মাওলানা আল আমীন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাওলানা শফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিশেষ অতিথি ছিলেন, শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস, উপদেষ্টা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি ওবায়দুল্লাহ মাদানী, সাধারণ সম্পাদক জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা।
এ সময় বিভিন্ন দিকনির্দেশনায় আগামী ১৫ দিনের মধ্যে বিজয়নগর উপজেলা শাখার আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ প্রদান করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করে উক্ত সভা সমাপ্ত করা হয়।