বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিজ্ঞান মেলার আয়োজনের মাধ্যমে ২০৪১ এর আগেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব: হানিফ মুন্সি

স্টাফ রির্পোটার,ব্রাহ্মণবাড়িয়া।

আজ ১৯ জুলাই বুধবার সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিস এন্ড ডেভেলপমেন্ট (এসসাড) এর আয়োজন এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের অর্থায়নে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১২ টি এবং আশুগঞ্জ উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা নিয়ে মোট ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয়ে আনঃ স্কুল বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও দেয়ালিকা প্রদর্শনী হয়।

 মেলায় প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সী বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমান চৌধুরী,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, সভাপতিত্ব করেন কাজী তাহমিনা সারমিন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন এসসাড সভাপতি আবুল বাসার মোল্লা।

মেলায় প্রধান অতিথি বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের অনেকেই এখন সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করছে। তাদের এই কাজের মাধ্যমে এসসাডের মতো এনজিও গুলোর সহযোগিতায় ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিজ্ঞান শিক্ষা আমাদের জন্য খুবই জরুরি। একটি দেশের উন্নয়ন বিজ্ঞান ছাড়া কল্পনা করা যায় না। তোমাদের সবাইকেই বিজ্ঞান শিক্ষাকে ধারন করতে হবে। এসসাডের এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।

জেলা শিক্ষা অফিসার মো: জুলফিকার হোসেন বলেন, তোমরা বিজ্ঞান শিক্ষার সাথে যেভাবে এগিয়ে যাচ্ছো, এভাবেই এগিয়ে যাও। আরও ভালো কিছু করবে তোমরা এমন প্রত্যাশা করছি।

উল্লেখ্য দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে প্রান্তিক পর্যায়ের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পড়ুয়া শিক্ষার্থীদের কাছে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করানোর জন্য ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ টি বিজ্ঞান ক্লাব গঠন করেছে এর মাধ্যমে নিয়মিত বিদ্যালয় ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা বিজ্ঞান বিষয়ক দেওয়ালিকা প্রকাশ করা হয়। নিয়মিত মাসিক বিজ্ঞান চিন্তা ম্যাগাজিন নিয়ে পাঠচক্রের আয়োজন করে। এতে বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে উঠবে যাঁরা আগামীর বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে।

এসময় মেলায় অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক কুইজ, দেয়ালিকা উপস্থাপন এবং বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনে শিক্ষার্থীদেরকে পুরষ্কিত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *