
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩নভেম্বর) সন্ধায় নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের টানচারা গ্রামের মৃত ডা.বশির উদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসীম উদ্দিন ( ১৬) নামে ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়।নিহত স্কুল ছাত্র জসীম উদ্দিন কুমিল্লা মুরাদনগর উপজেলার গাঙ্গেরকুট উচ্চ বিদ্যালয় ২০২২ সালে এস এস সি পরিক্ষা দেন।
নিহত জসীম উদ্দিন টানচারা গ্রামের মরহুম শুক্কু খলিফার কনিষ্ঠ ছেলেন।তার বাবা মা কেউ বেচে নেই। স্থানীয় সূত্রে জানা যায়,নিহত জসীম উদ্দীন একজন মেধাবী ছাত্র ছিলেন,সে সদ্য এস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করেন।সে পড়াশোনার পাশাপাশি বিদ্যুৎ সংশ্লিষ্ট কাজে জড়িত ছিলেন।
জসীম উদ্দিন স্থানীয় বশির ডাক্তারের বাড়িতে বৈদ্যুতিক সমস্যার মেরামত করতে গিয়েছিলেন,যখন কাজ শুরু করে তখন বিদ্যুৎ ছিলনা,তার কাজ চলাকালীন সময়ে হঠাৎ বিদ্যুৎ চলে এলে সে বৈদ্যুতিকস্পর্শ হয়ে মৃত্যুবরণ করেন।
মেধাবী শিক্ষার্থী জসীম উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
যায়যায়কাল/৩নভে/ওদী