মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়ের দাবীতে ভাগ্নের বাসায় মামীর অনশন

মোহাইমিনুল ইসলাম: কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের দাবীতে ভাগ্নে নাজমুল হক(২১) এর বাড়ীতে নুর আছমা (২৬) নামের ২ সন্তানের জননী অনশনে বসেছেন।

ঘটনাটি ঘটেছে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চওরাপাড়া এলাকায়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার দুপুরের দিকে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকার মৃত আব্দুল লতিফের ছেলের সাথে মিন্নাতুল ইসলাম(২৫) এর সাথে পাশ্ববর্তী উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের আব্দুল হাই এর মেয়ে নূর আছমা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এবং বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীন সময়ে ২ সন্তানের জন্ম হয়।

স্বামীর বাড়ীতে বসবাস করা কালীন একই এলাকার দেলবার হকের ছেলে নাজমুল হকের সাথে স্বামী মিন্নাতুল ইসলামের ভালো সম্পর্ক এবং সম্পর্কে ভাগ্নে হওয়ায় প্রায়ই তাদের বাড়ীতে যাতায়ত ছিলো। যাতায়াতের প্রেক্ষিতে ভাগ্নের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নূর আছমার। প্রেমের সম্পর্ক রূপ নেয় শারীরিক সম্পর্কে এবং চলে দীর্ঘদিন। গত ৩/৪ মাস আগে শারীরিক সম্পর্ক চলাকালীন সময়ে হাতে নাতে ধরেন এবং পরবর্তীতে নূর আছমাকে ডিভোর্স দেন।

ডিভোর্সের পরেও প্রেমিক নাজমুলের সাথো ফোনে কথোপকথোন চলতো নূর আছিয়ার। ডিভোর্সের পর নাজমুলকে বিয়ের জন্য চাপ দিলে নাজমুল বলেন পরিবার যদি মেনে নেয় তাহলে বিয়ে করবেন না হলে করবেন না।

সেজন্য রবিবার সকাল থেকে প্রেমিক নাজমুল হকের বাড়ীতে এসে বিয়ের দাবীতে অনশনে বসেন। বিয়ে না হওয়া পর্যন্ত নাজমুল হকের বাসা ছেড়ে যাবেন না তিনি। বিয়ে না করলে আত্মহত্যা করার কথাও জানান নূর আছিয়া।

এ ঘটনায় নাজমুল হক বাসা থেকে লাপাত্তা হয়ে গেছেন। কোথায় আছেন জানেন না পরিবারের লোকজনও।

নাজমুলের হকের মা ও ভাই মেয়েটির অভিযোগ সম্পূর্ন মিথ্যা দাবী করে বলেন, আমার লেখাপড়া করা ছেলে কখনও এরকম কাজ করবে না। আমার ছেলের জীবন নস্ট করার জন্য এই মেয়ে এই দাবী করতেছেন। এবং নূর আছিয়াকে বাসায় অবস্থান করতে দিবেন না বলেও জানান নাজমুল হকের মা মর্জিনা বেগম।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশাহেদ খান বলেন, অনশের বিষয়ে শুনিনি। এ বিষয়ে কেউ অভিযোগ করেন নি৷ অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্তা নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ